পরিনত পিপাসা
— মেঘলা জান্নাত
কিছুতো ছিলো বৈশিষ্ট্যে সমুজ্জল–
মায়া, দয়া, প্রেমাস্পদ অথবা
গুমর কিছু নিজস্ব সম্পদ।
যার প্রেক্ষতে, আসক্তি নির্ভর আমার আঁচল!
কিছুতো ছিলো বৈশিষ্ট্যে আকর্ষণ–
রং, ঢং, কথাবলার দক্ষতা অথবা
বুদ্ধিমান চতুর্দশী সম্মুখ সক্ষতা।
যার আদলে, প্রতিনিয়ত হচ্ছে প্রতিচ্ছবি দর্শন!
কিছুতো ছিলো বৈশিষ্ট্যে বাস্তবতা–
কঠিন, সহজ, হাস্যজ্জ্বল অথবা
প্রত্যক্ষ অনুভবের তীব্র ক্ষমতা।
যার বিনিময়ে, দিনরাত্রি একত্রে এতো কথা!
কিছুতো ছিলো বৈশিষ্ট্যে মিথ্যেআশা–
ছন্দে,দ্বন্দ্বে,বেশ কিছু বন্ধের নির্দেশ অথবা
সমাজ বিনির্মানে অগ্রাহ্যের ভাষা।
যার জন্য, মিটানো অসম্ভব- মনের পিপাসা!
কিছুতো ছিলো বৈশিষ্ট্যে সম্ভাবনা–
চলায়, নাবলায়, ইঙ্গিতের শ্বাশত ধারায় বা
জাদরেল ভুমিকায় অভিনব অভিনয়ে।
যার বদৌলতে, শক্ত শক্তি নির্ভর ভবিষ্যতনামা!
কিছুতো ছিলো বৈশিষ্ট্যে নেশা–
সৃষ্টিতে,দৃষ্টিতে,চোখের বৃষ্টিতে অথবা
মারাত্মক ভাব দেখানো ইঙ্গিতে।
যার ধরনে, বরণ প্রেমটাই একমাত্র পেশা!
কিছুতো ছিলো বৈশিষ্ট্যে অন্যরকম–
নিরব শোক,নির্ঘুম চোখ, মৃদু হাসি অথবা
সবার আড়ালে দাড়ানো পবিত্রপ্রাণ।
যার কারণে, বাধ্য হওয়া প্রনয়ে পরিনত সঙ্গম!