ফিরে দেখো, সন্যাসী
ডা.মাজহারুল আলম
সাগরের সৈকতে দাঁড়িয়ে
দুুনিয়া দেখো, হে সন্যাসী!
দেখো, মহাসমুদ্রের কত ঢেউ
দিগন্তে ঠেকেছে কতকাল আগে।
দুনিয়ার পর দুনিয়া বড়
বড় আরো নীল আকাশ
কত পাতালের গভীরতা—-
সন্যাসী, দেখো বুকের ভেতরে।
দেখো,কত সন্ধ্যার হাতছানি
ঝিলিমিলি রংএ ডাকে পশ্চিমে–
শুক্লা দ্বাদশীর ভরা জোসনায়,সন্যাসী,
ফিরে তাকাও একবার স্বপ্নের মন্দিরে–!
অন্তরের পর অন্তর–দেখো
জীবনের পর জীবন–
পেছনে দেখো সোনাঝরা ভোরের প্লাবন।
সাগর সৈকতে, স্বপ্নের মন্দিরে
তানপুরা পরে আছে একখান,
ফিরে দেখো, যদি কোনোদিন,
চেনা হাতের ছোঁয়ায়, সন্যাসী,
ভাবো একবার যদি অনুভবে।