আইনশৃঙ্খলা রক্ষা ও যাতায়াতের সুবিধার জন্য সারা দেশে রাস্তার পাশে কোনো পশুর হাট বসানো যাবে না।
রোববার (৩ জুলাই) সংসদে ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদের এ কথা বলেন।
এ সময় কমিটির সভাপতি বলেন, রাস্তার পাশে পশুর হাট বসলে যানবাহন চলাচলে অসুবিধা হয়। দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যার কারণে পশুর হাট না বসানোতে সুপারিশ করা হয়েছে।
তিনি বলেন, কেবল পদ্মা সেতু নয়, ভবিষ্যতে সারা দেশেই টোল প্লাজাগুলোতে অটোমেশন পদ্ধতিতে সেটি আদায় করা হবে।
এ বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, মিয়ানমারে সেনাবাহিনীর নির্যাতনে বাংলাদেশের কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গাদের নাগরিক অধিকার ও জীবনের নিরাপত্তা নিশ্চিত করে তাদের নিজ দেশে ফেরত পাঠাতে দ্রুত উদ্যোগ নেয়া হবে।
তিনি আরও বলেন, দেশে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ঠেকাতে আইনের সংশোধন করা হবে। আইন অনুসারে শিশুর বয়স ১৮ বছর থেকে কমিয়ে বয়স নির্ধারণের নির্দেশনা দেয়া হয়েছে।