আসামে বন্যায় মৃত্যু বেড়ে ১৩৪, বিপর্যস্ত ২১ লাখ

Slider সারাবিশ্ব


বন্যাদুর্গত আসামের চিত্র আরও স্পষ্ট হচ্ছে। ভারতের উত্তর-পূর্বের এই রাজ্যটিতে বন্যায় আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩৪ জনে।

বন্যার কারণে বিপর্যস্ত ২১ লাখের বেশি মানুষ। জানা গেছে, আটজনের মধ্যে শুধু কাছারেই মৃত্যু হয়েছে পাঁচ জনের। কামরূপ মেট্রো, মরিগাঁও, নগাঁওতে একজন করে মারা গেছে। কাছার এলাকায় এক ব্যক্তি এখনো নিখোঁজ রয়েছেন। শিলচরের কয়েকটি এলাকা এখনো পানিবন্দি অবস্থায় রয়েছে।
আসামে বন্যায় মৃত্যু বেড়ে ১৩৪, বিপর্যস্ত ২১ লাখ

কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে বর্তমানে ২২টি জেলা পানিবন্দি অবস্থায় রয়েছে। ২ হাজার ২৫৪টি গ্রাম এখনো জলমগ্ন। ৫৩৮টি ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন প্রায় ২ লাখ মানুষ।

আসামে বন্যায় মৃত্যু বেড়ে ১৩৪, বিপর্যস্ত ২১ লাখ
বন্যার পানিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখনো ৭৪ হাজার ৬৫৫ দশমিক ৮৯ হেক্টর জমি পানিতে ডুবে আছে।
পুরো রাজ্যের আবহাওয়া পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। কয়েকটি নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে বইছে।
সূত্র: আনন্দবাজার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *