চট্টগ্রাম: শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে নন্দনকানন ইসকন মন্দিরে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় রথযাত্রা উৎসবে সরকারি ছুটি ঘোষণার দাবি জানানো হয়েছে।
সোমবার (২৭ জুন) নন্দনকানন ইসকন মন্দিরের অধ্যক্ষ শ্রীপাদ পণ্ডিত গদাধর দাস ব্রহ্মচারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সিনিয়র সহ সভাপতি অকিঞ্চন গৌর দাস ব্রহ্মচারী, সাধারণ সম্পাদক তারণ নিত্যানন্দ দাস ব্রহ্মচারী, যুগ্ম সাধারণ সম্পাদক মুকুন্দ ভক্তি দাস ব্রহ্মচারী, এনায়েত বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ নয়ন বড়ুয়া, শেষরূপ দাস ব্রহ্মচারী, সুবলসখা দাস ব্রহ্মচারী, অপূর্ব মনোহর দাস ব্রহ্মচারী, কিশোর দাস প্রমুখ।
এবার রথযাত্রায় চুয়েট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ ২২টি শিক্ষাপ্রতিষ্ঠানের সনাতন ধর্মালম্বী শিক্ষার্থীরা অংশ নেবেন বিভিন্ন পৌরাণিক সাজে। ১২০টির বেশি সংগঠন তাদের নিজস্ব ব্যানারে অংশ নেবে।
আগামী ১ জুলাই অনুষ্ঠেয় রথযাত্রায় বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞানুষ্ঠান, শ্রীজগন্নাথদেবের মধ্যাহ্নকালীন ভোগারতি, ধর্ম মহাসম্মেলন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈদিক নাটক হবে। মহাশোভাযাত্রা নন্দনকানের শ্রী শ্রী রাধামাধব মন্দির সংলগ্ন ডিসি হিল থেকে শুরু হয়ে চেরাগি পাহাড়- আন্দরকিল্লা-বক্সিরহাট-লালদীঘির পাড়-কোতোয়ালীর মোড়-নিউমার্কেট-আমতলা-বোস ব্রাদার্স-নন্দনকানন শ্রীশ্রী গৌর নিতাই আশ্রম এসে শেষ হবে।
এদিকে, ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির থেকেও রথযাত্রা বের হবে। এ উপলক্ষে মঙ্গলবার (২৮ জুন) সংবাদ সম্মেলন করে রথযাত্রার বিভিন্ন দিক তুলে ধরা হবে বলে জানিয়েছেন মন্দির পরিচালনা কমিটির সদস্য স্বতন্ত্র গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী।