গাজীপুরের পোড়াবাড়ি এলাকায় একটি তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার (২৬ জুন) দুপুর সাড়ে ৩টার দিকে ওই তুলার গোডাউনে আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই আগুনে গোডাউনের মালামাল পুড়ে ছাই হয় বলে জানা গেছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. আব্দুল হামিদ মিয়া জানান, মহানগরীর পোড়াবাড়ি এলাকায় দুপুর সাড়ে ৩টার দিকে একটি তুলার গোডাউনে আগুনের সূত্রপাত ঘটে। পরে তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে গেছে গোডাউনে মালামাল। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।