এক মামলায় ফখরুলের জামিন, ৩ মামলায় রুল

Slider জাতীয়

71758_fakrul
পল্টন থানায় দায়ের করা একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অন্তর্বতীকালীন জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট। অন্য তিনটি মামলায় তাকে কেন জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। দুই সপ্তাহের মধ্যে সরকারের সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। বিচারপতি মো. নুরুজ্জামান এবং বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেয়। মির্জা ফখরুলের পক্ষে শুনানি করেন সিনিয়র এডভোকেট খন্দকার মাহবুব হোসেন, এজে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন, মাহবুব উদ্দিন। ভাঙচুর, অগ্নিসংযোগের অভিযোগে এসব মামলা দায়ের করা হয়। গত ৬ই জানুয়ারি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *