শিমুলিয়া-মাঝিরকান্দিতে অনির্দিষ্টকাল ফেরি বন্ধ

Slider জাতীয়


শিমুলিয়া-মাঝিরকান্দি নৌপথে স্রোতের কারণে অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

রোববার রাত পৌনে ১০টায় বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহ-মহাব্যবস্থাপক মো. সফিকুল ইসলাম জানান, এ নৌরুটের জাজিরা জেটির কাছে ঘূর্ণিস্রোত অস্বাভাবিক বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি জানান, শিমুলিয়া প্রান্তে ১৪০ যান ও মাঝিরকান্দিতে ১৫০টি যান পারাপারের অপেক্ষায় ছিল। দুপাড়ের ঘাটেই মাইকিং করে ফেরি বন্ধের ঘোষণা দেয়া হয়। অপেক্ষামাণ যানগুলোকে বিকল্প পথে চলে যাওয়ার নির্দেশ দেয়া হয়। আকস্মিক এ ঘোষণায় ঘাটে অপেক্ষমাণ যানবাহন ও যাত্রীরা বিপাকে পড়ে।

এর আগে স্রোতের কারণে পদ্মা সেতুর নিচ দিয়ে শিমুলিয়া-বাংলাবাজার রুটে ২৬ মে থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এখন শিমুলিয়া থেকে বাংলাবাজার ও মাঝিরকান্দি দুটি নৌপথেই ফেরি চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়বে মানুষ। তবে এ নৌপথেই ৮৭টি লঞ্চ ও ১৫৫টি স্পিডবোট চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে শনিবার গভীর রাতে ওই স্থানে যাত্রীবাহী ফেরি বেগম সুফিয়া কামাল ও ফেরি বেগম রোকেয়ার মুখোমুখি সংঘর্ষে এক গাড়ি চালক নিহত এবং আরেক চালক ছিটকে পড়ে পদ্মায় নিখোঁজ হয়। এ ছাড়া ১০ জন আহত হন। দুটি ফেরিই ক্ষতিগ্রস্ত হয়। এ দুর্ঘটনায় দুই ফেরিই দায়িত্বরত মাস্টারকে সাময়িক বরখাস্ত এবং ঘটনার উদ্‌ঘাটনে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিআইডব্লিউটিসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *