সিলেট নগরীর বন্যা পরিস্থিতি ভয়ংকর রূপ ধারণ করেছে। টানা বৃষ্টিতে সিলেট এমএজি ওসমানী হাসপাতাল ও সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের ভেতরে পানি ঢুকেছে। এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
এ ছাড়া বিদ্যুৎসংযোগ না থাকায় হাসপাতালের অস্ত্রোপচার বিভাগ ও নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) চিকিৎসা বিঘ্নিত হচ্ছে বলে জানা গেছে।
শনিবার (১৮ জুন) দুপুর ১২টার দিকে হাসপাতাল প্রাঙ্গণ থেকে নিচতলার ওয়ার্ডগুলোয় পানি ঢুকতে শুরু করে। হাসপাতালের জেনারেটরে পানি ঢোকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সিলেট বিভাগের অন্যতম প্রধান চিকিৎসা কেন্দ্র সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালেও পানি ঢুকেছে। এতে চিকিৎসা কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।
এদিকে দুপুরের দিকে পুরো সিলেট জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। পুরো সিলেটে একটা ভুতুড়ে পরিস্থিতি বিরাজ করছে। এ ছাড়া বন্ধ ঘোষণা করা হয়েছে সিলেট রেল স্টেশন।
বিষয়টি নিশ্চিত করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া জানান, এক ঘণ্টার বৃষ্টিতে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পানি ঢুকেছে। বন্ধ হয়ে গেছে হাসপাতালের বিদ্যুৎ সরবরাহ।
তিনি বলেন, ‘বিদ্যুৎসংযোগ না থাকায় হাসপাতালের অস্ত্রোপচার বিভাগ ও নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) চিকিৎসা ব্যবস্থায় বিঘ্ন ঘটেছে। আমরা চেষ্টা করে যাচ্ছি। প্রধানমন্ত্রীর কাছ থেকে পাওয়া সিলেট সিটি করপোরেশনের বিশেষ জেনারেটরটি হাসপাতালে নিয়ে আসার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’ নিবিড় পরিচর্যা কেন্দ্র ও অস্ত্রোপচার বিভাগটি সচল রাখার চেষ্টা চলছে বলে জানান তিনি।