বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পদ্মা সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় সেতুর গোড়ায় নাকে খদ দিয়ে যাওয়ার কথাও বলেছেন।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া মূর্খ প্রধানমন্ত্রী ছিলেন, তাই পদ্মা সেতু জোড়াতালি দিয়ে বানাতে হবে বলেছিলেন। তবে আওয়ামী লীগ সরকার এই পদ্মা সেতু করেছে। বিশ্বের বুকে মাথা উঁচু করে আজ পদ্মা সেতু দাঁড়িয়ে আছে।
মঙ্গলবার (১৭ জুন) টাঙ্গাইলে বীর মুক্তিযুদ্ধা, সাবেক সংসদ সদস্য, আওয়ামী লীগ নেতা ও একুশে পদকপ্রাপ্ত মরণোত্তর মির্জা তোফাজ্জল হোসেন মুকুলের স্বরণসভায় শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে বরেণ্য অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে বিএনপি নানা রকমের গুজব ছড়াচ্ছে। এসব গুজব ছড়িয়ে লাভ হবে না। বাংলাদেশের মানুষ এখন আর ওই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা বিশ্বাস করেন না
তিনি আরও বলেন, মূর্খ প্রধানমন্ত্রী খালেদা জিয়া জানেন না জোড়াতালি দেয়া ছাড়া কোনো সেতু হয় না। তারেক রহমান হাজার হাজার কোটি টাকা নিয়ে লন্ডনে পালিয়েছেন। যারা বলেন তারেক চলে এসো তাদের বলছি, দুর্নীতি যারা করেছে তাদের এই বাংলায় আর ঠাঁই হবে না।
স্মরণ সভায় টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক অসীম কুমার উকিল, আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক।
এ সময় টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।