এমন তাপমাত্রা ৪০ বছরে কেউ দেখেনি!

Slider সারাবিশ্ব


ভয়াবহ দাবদাহের কবলে ইউরোপের বিভিন্ন দেশ। গেল ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রার কবলে স্পেন। মানুষের পাশাপাশি অতিষ্ঠ হয়ে পড়েছে পাখিরাও। বিভিন্ন ভবনের ছাদে বাসা বেঁধেও রেহাই মিলেছে না।

অবস্থায় হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য। ইতোমধ্যে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে দেশটিতে। একই চিত্রের দেখা মিলছে ফ্রান্সের প্যারিসেও।

ভয়াবহ গরমের হাত থেকে বাঁচতে ভবনের ছাদে বাসা বেঁধেছে পাখিরা। তবুও মিলছে না স্বস্তি। পাচ্ছে না রেহাই। কোন কোন পাখি আবার গা শীতলের চেষ্টা করছে জলাশয়ের পানিতে।

গেল ৪০ বছরের মধ্যে ভয়াবহ দাবদাহের কবলে স্পেনের রাজধানী মাদ্রিদ। প্রচণ্ড গরমে অতিষ্ঠ সাধারণ মানুষ। রেহাই পাচ্ছে না দেশটির পাখিরাও। অস্থির গরমে স্বস্তি পেতে বিভিন্ন দালানের ছাদে বাসা বাঁধলেও তেমন কাজ হচ্ছে না বলে জানিয়েছেন পাখি বিশেষজ্ঞরা। অনেক পাখি বাসা ছেড়ে চলে যাচ্ছে। অনেকেই আবার প্রচণ্ড খরতাপে মাথা ঘুরে পরে যাচ্ছে। চলতি সপ্তাহের শেষ পর্যন্ত তাপমাত্রা এমনটাই থাকবে বলে ধারণা আবহাওয়াবিদদের।

জীববৈচিত্র্য বিশেষজ্ঞ লুইস মার্টিনেজ বলেন, আমরা এখন যে আবহাওয়ার মধ্যে দিয়ে যাচ্ছি ভবিষ্যতে তা আরো বাড়তে পারে। মূলত জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবে সবাইকে এ সমস্যার ভেতর দিয়ে যেতে হচ্ছে। ভবনের ছাদে বাসা বেঁধে থাকা ছোট ছোট পাখিরা রোদে ঝলসে মারা যাচ্ছে। অনেক পাখি আবার মাথা ঘুরে পড়ে যাচ্ছে। রাস্তায় হাটতে গিয়ে এমন অনেক মরা পাখি দেখতে পাওয়া যায়।

তীব্র দাবদাহের একই চিত্র ফ্রান্সের রাজধানী প্যারিসেরও। গত বৃহস্পতিবার থেকে দেশটির তাপমাত্র ৩০ ডিগ্রী সেলসিয়াসের বেশি। এমতাবস্থায় নাকাল হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা । বিশেষজ্ঞদের মতে, গরমের তীব্রতায় খুব দ্রুতই হিট স্ট্রোকের কবলে পড়তে পারে দেশটির লোকজন। মাঠ ঘাঠ ফেটে চৌচির হওয়ার চিন্তিত স্থানীয় বিশেষজ্ঞরাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *