জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের প্রক্রিয়া শুরু হয়েছে। ঢাকা কেন্দ্রীয় কারাগারের আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। কারাগারের প্রধান ফটকের সামনের রাস্তায় যানবাহন ও সাধারণের চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। কারাগারে প্রবেশ করেছেন কয়েকজন পুলিশ কর্মকর্তা ও চিকিৎসক। রাজধানীর সড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে ফাঁসি কার্যকরের বিষয়ে সরকারের তরফে এখন পর্যন্ত কোন বক্তব্য পাওয়া যায়নি। সন্ধ্যায় সাংবাদিকদের একটি অনুষ্ঠানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, কামারুজ্জামানকে আর সময় দেয়া হচ্ছে না। এদিকে আজ সকালে কামারুজ্জামানের সঙ্গে দেখা করেন দুজন ম্যাজিস্ট্রেট। প্রেসিডেন্টের কাছে কামারুজ্জামান প্রাণভিক্ষা চাইবেন কিনা তা জানতে চান ম্যাজিস্ট্রেটরা।