জাতীয় পার্টির স্বঘোষিত চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে গাজীপুর আদালতে স্বাক্ষর জালিয়াতির মামলা হয়েছে।
গত ৯ জুন গাজীপুরের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন জাপার গাজীপুর মহানগর কমিটির সদস্য কাজী মনির হোসেন।
মামলার আইনজীবী সোহেল রানা জানান, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ যখন অসুস্থ হয়ে সিএমএইচে চিকিৎসাধীন। তখন জাতীয় পার্টির প্যাডে হুসেইন মুহম্মদ এরশাদের স্বাক্ষর জাল করে জিএম কাদের নিজেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করেন।
এ সংক্রান্ত অভিযোগটি আমলে নিয়ে আদালতের বিচারক কায়সারুল ইসলাম গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে তদন্তের নির্দেশ দিয়েছেন। আগামী ২৪ আগস্টের মধ্যে তদন্ত শেষ করে আদালতে প্রতিবেদন জমা দিতে আদেশে বলা হয়েছে।
এর আগে গত ১৮ মে গাজীপুরের অতিরিক্ত সহকারী জজ আদালতে পৃথক আরেকটি মামলা হয়। যেটিতে জিএম কাদের ছাড়াও কেন্দ্রীয় মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, জিএম কাদের ঘোষিত গাজীপুর মহানগরের সভাপতি এম এম নিয়াজ উদ্দিন, সচিব ও প্রধান নির্বাচন কমিশনারকে আসামি করা হয়। এই মামলার আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন আদালত।