বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে। দেশটির সরকারের এক মুখপাত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
স্থানীয় একজন বাসিন্দা বলেছেন, বিপুল সংখ্যক সন্ত্রাসী এসে বোলুঙ্গা গ্রাম এবং এ্যালগার সোনার খনির এলাকায় আক্রমণ করে। তিনি বলেন, সন্ত্রাসীরা বাড়িঘরে আগুন লাগিয়ে দেয় এবং সোনার খনি এলাকায় লুটপাট চালায়।
তিনি বলেন, বাসিন্দারা রবিবার গ্রাম ছেড়ে প্রায় ১০০ কিলোমিটার দূরে বড় শহরের দিকে যাচ্ছিল। দ্বিতীয় নিরাপত্তা সূত্র জানিয়েছে, শনিবার রাতে নাইজার সীমান্তের কাছে দেশের উত্তরাংশে সেতেঙ্গাতে আরেকটি “মারাত্মক হামলা” হয়েছে।
বিশদ বিবরণ না দিয়ে সূত্রটি বলেছে, “এতে বেশ কিছু লোক প্রাণ হারিয়েছে। সেতেঙ্গার লোকজন বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে ডোরি শহরে পালিয়ে গেছে। ডোরির একজন স্থানীয় রাজনীতিবিদ জানিয়েছেন, শহরে ২ হাজারের বেশি লোকের আগমন ঘটেছে।
জানা গেছে, কর্তৃপক্ষ ও লোকজন বাস্তুচ্যুতদের সংস্থানের জন্য কঠোর পরিশ্রম করছে। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, “পরিস্থিতির জটিলতার” কারণে মৃতের সংখ্যা নিশ্চিত করা যায়নি।