কুমিল্লা সিটি নির্বাচনে প্রচারণার বাকি আর মাত্র চারদিন। তাইতো অলিগলি চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে চাইছেন ভোট। লেভেল-প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবি জানিয়েছেন তারা।
স্লোগানে স্লোগানে মুখরিত কুমিল্লা সিটি করপোরেশন এলাকা। প্রচার-প্রচারণা আর গণসংযোগে ব্যস্ত প্রার্থী ও তাদের সমর্থকরা। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
সম্প্রতি নির্বাচনী বিধি অমান্য করে দলীয় প্রার্থীর হয়ে প্রচারণা চালানোর অভিযোগে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
তবে, ইসির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্ট রুল জারি করেছেন বলে দাবি আওয়ামী লীগ প্রার্থী আরফানুল হক রিফাতের।
তবে নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু ও নিজাম উদ্দিন কায়সার। শেষ পর্যন্ত লেভেলপ্লেয়িং ফিল্ডের পরিবেশ বজায় রাখার দাবি তাদের।
এদিকে সংসদ সদস্যসহ সবাইকে আইনের প্রতি শ্রদ্ধা রাখার আহ্বান জানিয়েছেন কুসিক রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরীর।
আগামী ১৩ জুন রাতে শেষ হবে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা। আর ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশনের ভোট অনুষ্ঠিত হবার কথা রয়েছে।