ঢাকা: রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদনের শুনানি শেষে চূড়ান্ত হলো বিভক্ত ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচনের মেয়র প্রার্থী।
নির্বাচন কমিশনের দেওয়া তথ্য মতে, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ২১ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলো রিটার্নিং কর্মকর্তা। বাকি দু’জনের মনোনয়ন বাতিল করা হয়েছিলো।
পরে তারা মনোনয়নপত্রের বৈধতা চেয়ে আপিল কর্তৃপক্ষের কাছে আবেদন করলেও কোনো ফল হয়নি। তাই মনোনয়পত্র প্রত্যাহার করে না নিলে উত্তর সিটিতে মেয়র পদে ১৯ প্রার্থী ভোটের লড়াই করবেন।
উত্তরের প্রার্থীরা হলেন-আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরী, তাবিথ আউয়াল, শামছুল আলম চৌধুরী, চৌধুরী ইরাদ আহমদ সিদ্দিকী, আব্দুল্লাহ আল ক্কাফী, ববি হাজ্জাজ, এ ওয়াই এম কামরুল হাসান, বাহাউদ্দিন আহমেদ, অভিনেতা নাদের চৌধুরী, কাজী শহীদুল্লাহ, মোয়াজ্জেম হোসেন খান মজলিশ, আনিসুজ্জামান খোকন, জামান ভূঞা, শেখ শহিদুজ্জামান, গণসংহতি আন্দোলনের প্রধান সম্বনয়ক জোনায়েদ আব্দুর রহিম সাকি, বিকল্প ধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহী বদরুদ্দোজা চৌধুরী, শেখ ফজলে বারী মাসউদ ও মোস্তফা কামাল আজাদী।
এদিকে দক্ষিণে মোট ২৬জন মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। রিটার্নিং কর্মকর্তা ৩ জনের মনোনয়নপত্র বাতিল করেছিলেন। এদের মধ্যে এক প্রার্থী আপিল কর্তৃপক্ষের কাছে আবেদন করে প্রার্থিতা পেয়েছেন। সে মোতাবেক দক্ষিণ সিটিতে মেয়র পদে ভোটের লড়াইয়ে থাকছেন ২৪ প্রার্থী।
দক্ষিণে মেয়র প্রার্থীরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাঈদ খোকন, বিএনপির আন্তর্জাতিক সম্পাদক ড. এসএম আসাদুজ্জামান রিপন, অর্থনৈতিক সম্পদক আব্দুস সালাম, আক্তারুজ্জামান আয়াতুল্লাহ, আব্দুল খালেক, জাহিদুর রহমান, আবু নাসের নাসের হোসাইন, বাহারানে সুলতান বাহার, এএসএম আকরাম, শাহিন খান, দিলীপ ভদ্র, শহিদুল ইসলাম, শফিউল্লাহ চৌধুরী, আব্দুর রহমান, সাইফুদ্দীন, বজলুর রশীদ ফিরোজ, রিয়াজউদ্দীন, মশিউর রহমান, ইমতিয়াজ আলম, গোলাম মওলা রনি, রেজাউল করিম চৌধুরী, অ্যাডভোকেট মোহাম্মদ আইয়্যুব হোসেন ও কাজী আবুল বাশার।
এদিকে ঢাকা উত্তর সিটি নির্বাচনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র দাখিল করেছিলেন। কিন্তু রিটার্নিং কর্মকর্তা ও আপিল কর্তৃপক্ষ প্রার্থীতা না দেওয়ায় তিনি উচ্চ আদালতের দারস্থ হয়েছেন।
আপিল কর্তৃপক্ষ হিসেবে ঢাকা বিভাগীয় কমিশনার জিল্লার রহমান জানিয়েছেন, গত তিন দিনে ৫ মেয়র প্রার্থীসহ মোট ১৭১ কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র বৈধতা চেয়ে আপিল করেছিলেন। এদের মধ্যে ১ মেয়র প্রার্থীসহ ৬০ জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে।
এ দুই সিটিতে কাউন্সিলর পদে প্রায় ১ হাজার ৩০০ প্রার্থী রয়েছে।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, ৯ এপ্রিল প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। প্রতীক বরাদ্দ হবে ১০ এপ্রিল। আর ভোটগ্রহণ হবে ২৮ এপ্রিল।