গাজীপুর: ঢাকা-চটগাম রেলরুটের কালিগঞ্জ উপজেলার আড়িখোলা এলাকায় একটি মালবাহি ট্রেনের ১টি বগি ও দুটি চাকা লাইন চ্যুত হয়েছে। এঘটনার পর থেকে
ঢাকা-চট্রোগ্রাম ও সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সকাল ৭টার দিকে মেরামত করার পর ট্রেন চলাচল শুরু হয়।
সোমবার(৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় নরসিংদি জিআরপি ফাঁড়ির এসআই মো. আরেফিন জানান, কালিগঞ্জ উপজেলার আড়িখোলা এলাকায় ঢাকা চট্রোগ্রাম রেললাইনে রোববার দিবাগত রাত সোয়া ২ টার দিকে চট্রোগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মালবাহি একটি ট্রেনের ১টি বগি ও ২টি চাকা লাইন চ্যুত হয়। ঘটনার পর থেকে ঢাকা-চট্রোগ্রাম ও সিলেট রেললাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। মেরামত ও উদ্ধার কাজের কারণে কয়েকঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।