এবার গরুকে ‘রাষ্ট্রমাতা’ স্বীকৃতি দেয়ার দাবি জানিয়েছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির এমপি যোগী আদিত্যনাথ। একইসঙ্গে ভারতের যেসব নাগরিক গরুকে রাষ্ট্রমাতা রূপে দেখতে চান তাদের একটি মোবাইল নম্বরে মিসকল দেয়ারও আহ্বান জানিয়েছেন তিনি। সেটাকেই নিজের মতের সমর্থন হিসেবে গণ্য করবেন তিনি। এ খবর দিয়েছে ভারতের এনডিটিভি। কট্টরপন্থী হিন্দু বলে পরিচিত বিজেপি সাংসদ যোগী আদিত্যনাথ হিন্দু যুব বাহিনী নামের একটি সংগঠনের প্রধান। শুক্রবার ওই সংগঠনের পক্ষ থেকেই তিনি ভারতীয়দের প্রতি এই দাবি জানান। তিনি বলেন, গরু সনাতন বা হিন্দু ধর্মের পরিচয়। এই বিষয়ে কোনও সন্দেহ নেই যে, ভারতের আধ্যাত্মিক ও অর্থনৈতিক সৃষ্টিতত্ত্বের সংযোগ রক্ষা করে গরু। এছাড়া গোসম্পদ ভারতের পার্থিব ও ধর্মীয় জগতের মধ্যেকার সেতু। আদিত্যনাথের মতে দেশের সংখ্যালঘু মানুষের অনুভূতির প্রতি ‘সম্মান’ জানাতেই তারা এই প্রচারাভিযান শুরু করতে চলেছেন। একইসঙ্গে তিনি গোটা ভারতেই গোহত্যা নিষিদ্ধ করারও দাবি জানান। উল্লেখ্য, ইতোমধ্যে বিজেপি শাসনাধীন মহারাষ্ট্র ও হরিয়ানায় সংরক্ষণের দোহাই দিয়ে বন্ধ রয়েছে গরুর মাংস বিক্রি। এছাড়া ফিনাইলের বদলে গরুর মূত্র দিয়ে পরিচ্ছন্নতা বজায় রাখারও পরামর্শ দিয়েছেন এক কেন্দ্রীয় মন্ত্রী। আর এক কেন্দ্রীয় মন্ত্রী অ্যালোপাথিক ওষুধ ছেড়ে গোমূত্র ও গোবরের সমন্বয়ে তৈরি আয়ুর্বেদিক ওষুধকে সব রোগের প্রতিরোধক বলে দাবি করেছেন।