নির্বাচনে সমান সুযোগ নিশ্চিত করুন: ২০ দল

Slider টপ নিউজ

70294_bulu

আসন্ন তিন সিটি করেপারেশন নির্বাচনে সকল প্রার্থীর সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ২০ দলের মুখপাত্র ও বিএনপির যুগ্ম মহাসচিব বরকতউল্লাহ বুলু। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন,  আওয়ামী লীগ সরকারের মন্ত্রী-এমপি’রা নির্লজ্জ মিথ্যাচারের আশ্রয় নিয়ে যেভাবে বক্তব্য বিবৃতি প্রদান করে যাচ্ছে তাতে জাতি কলঙ্কিতবোধ করছে। বর্তমান অবৈধ সরকারের একজন মন্ত্রী বলেছেন- ‘বিএনপির সদর দপ্তর আইনশৃঙ্খলা বাহিনী তালাবদ্ধ করেনি। বিএনপিই কার্যালয়ে তালা ঝুলিয়েছে, নেতারা চাইলে অফিসে বসতে পারেন, বাধা দেয়া হবে না।’ অথচ সাংবাদিক মহলসহ দেশবাসী জানে; বিএনপি’র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদকে অসুস্থ অবস্থায় নয়াপল্টন কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর ওই রাতেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কার্যালয়ের কর্মকতা-কর্মচারীসহ অন্যান্যদের বের করে দিয়ে তাৎক্ষণিকভাবে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। তিনি বলেন, আওয়ামী নেতাদের মিথ্যাচারে কিভাবে স্বাধীন দেশের পবিত্র মাতৃভূমিতে অপরাজনীতির খেলা হচ্ছে তা ভাবতেই লজ্জা লাগে। বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে মর্মে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য দেশবাসীকে ক্রমাগত হতাশ করছে। যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকই হয় তাহলে প্রতিদিন খবরের কাগজে দেশবাসী কি দেখছে? প্রতিদিন হত্যা, গুম, অপহরণের পর অস্বীকার এবং সর্বোপরি জেল কিংবা পুলিশি হেফাজতে বিরোধী দলীয় নেতা-কর্মীদের মৃত্যু কি তাহলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকের আলামত? তিনি বলেন, একমাস আগে গ্রেপ্তার হওয়া নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা শাখার ছাত্রদল নেতা রাসেল আহম্মেদ বৃহস্পতিবার পুলিশি হেফাজতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। গ্রেপ্তারের পর রাসেলের ওপর চালানো হয়েছিল অমানুষিক নির্যাতন। গতকাল সিলেটে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের শান্তিপূর্ণ মিছিলে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীদের হামলা ও গুলিবিদ্ধ করার ঘটনা দেশে স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতির নগ্ন উদাহরণ। তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনীকে সুকৌশলে কব্জায় নিয়ে নির্যাতন নিপীড়ন এবং মিছিল সমাবেশে গুলি চালিয়ে কিংবা বিরোধী দলের সিনিয়র নেতৃবৃন্দসহ নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও হাস্যকর মামলা দিয়ে কারান্তরীণ করে অথবা গ্রেপ্তার আতঙ্ক ছড়িয়ে গণদাবির আন্দোলন ব্যর্থ হয়েছে বলে আনন্দের ঢেকুর তোলা যতটা সহজ; আইন শৃঙ্খলা বাহিনীর বেষ্টনী ত্যাগ করে জনগণের কাতারে দাঁড়িয়ে গণদাবিকে পাশকাটা ততটা সহজ নয়। তিনি বলেন, জনগণের ন্যায়সঙ্গত ও যৌক্তিক দাবি নিয়ে সরকার যেভাবে গোঁয়ার্তুমি করছে সেটা কোনক্রমেই ক্ষমতাসীন মহল কিংবা দেশ ও জাতির জন্য শুভলক্ষণ নয়। সরকার এবং নির্বাচন কমিশনের উচিতÑ আসন্ন তিন সিটি কর্পোরেশন নির্বাচনে সকল প্রার্থীর সমান সুযোগ সুবিধা নিশ্চিত করা। পাশাপাশি সিটি কর্পোরেশন নির্বাচন সমাপ্তির পর অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থার অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা গ্রহণের মাধ্যমে জাতিকে ভয়াবহ অনিশ্চয়তার হাত থেকে রক্ষা করা। আর তাতে নেতিবাচক পন্থা গ্রহণ করা হলে ভবিষ্যতে উদ্ভূত যে কোন অনাকাক্সিক্ষত পরিস্থিতির জন্য নির্বাচন কমিশন তথা সরকার তার দায় থেকে অব্যাহতি পাবে না।  বরকতউল্লাহ বুলু বলেন, সালাহউদ্দিন আহমেদসহ বিরোধী দলের গুমকৃত সকল নেতাকর্মীর মুক্তির জন্য দেশবাসী প্রহর গুনছে। ২০ দলীয় জোট এবং দেশবাসী আশা করে- আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক গুমকৃত নেতা-কর্মীদের জনসমক্ষে হাজির, বিএনপিসহ ২০ দলীয় জোটের সিনিয়র নেতৃবৃন্দসহ গ্রেপ্তারকৃত সকল নেতাকর্মীর মুক্তি ও  গণগ্রেপ্তার বন্ধ করবে। পাশাপাশি সরকার গণদাবি মেনে নিয়ে দেশকে অচলাবস্থার হাত থেকে রক্ষা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *