গাজীপুরে মৌচাক রেলস্টেশনের কাছে পঞ্চগড় এক্সপ্রেসের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হওয়ার ১২ ঘণ্টা পর রাজধানীর সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
শনিবার (২৮ মে) সকাল সাড়ে ৯টার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। মৌচাক রেলস্টেশন মাস্টার মো. শাহিনুল আলম শামীম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
এর আগে শুক্রবার (২৭ মে) রাত সোয়া ১০টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক স্টেশন পার হওয়ার পরই ঢাকাগামী ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এতে উত্তরবঙ্গের সঙ্গে রাজধানীর রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
এ ঘটনার পর রাত ২টায় রিলিফ ট্রেন কাজ শুরু করে ভোর ৭টায় ইঞ্জিন উদ্ধার করতে পারলেও বগির কাজ চলে সকাল সাড়ে ৯টা পর্যন্ত।