প্রতি মণ বোরো ধানের দাম এক হাজার ২০০ টাকা নির্ধারণের দাবি জানিয়েছেন সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের নেতারা। প্রতিটি ইউনিয়নে একটি করে সরকারি ক্রয়কেন্দ্র খুলে কৃষকের কাছ থেকে কমপক্ষে ৫০ লাখ টন ধান কেনার দাবিও জানিয়েছেন তাঁরা।
গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশে এই দাবি জানানো হয়। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নিখিল দাসের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বাসদ ঢাকা নগরের সদস্যসচিব জুলফিকার আলী, শ্রমিক নেতা খালেকুজ্জামান লিপন, নারী নেত্রী রুখশানা আফরোজ আশা, ছাত্রনেতা মুক্তা বাড়ৈ, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের প্রদীপ সরকার প্রমুখ।