মৈত্রী ট্রেনের টিকিট বিক্রি শুরু

Slider জাতীয়


দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে বাংলাদেশ-ভারত চলাচলে মৈত্রী ট্রেনের টিকিট বিক্রি। মঙ্গলবার (২৪ মে) থেকে টিকিট বিক্রি শুরু হয় বলে কমলাপুর রেলওয়ে সূত্রে জানানো হয়েছে।

এর আগে গত রোববার (২২ মে) বাংলাদেশ রেলওয়ে মঙ্গলবার (২৪ মে) থেকে টিকিট বিক্রির কথা জানায়। সকাল ৮টা থেকে কমলাপুর রেলস্টেশনের নির্ধারিত কাউন্টারে পাওয়া যাচ্ছে টিকিট।

ঢাকা থেকে কলকাতা চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস এবং নতুন চালু হওয়া মিতালী এক্সপ্রেসের টিকিট পাওয়া যাবে।

মিতালী এক্সপ্রেস ২৬ মাস আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন। কিন্তু করোনার কারণে এটি চালু হচ্ছে আগামী ১ জুন থেকে।

আর মিতালী এক্সপ্রেস বাংলাদেশ থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার এবং ভারত থেকে রবি ও বুধবার ছাড়বে। ট্রেনের এসি বার্থ ৪ হাজার ৯০৫ টাকা, এসি সিট ৩ হাজার ৮০৫ এবং এসি চেয়ারের ভাড়া ধরা হয়েছে ২ হাজার ৭০০ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *