বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির অপসারণের দাবি

Slider অর্থ ও বাণিজ্য


ভোজ্যতেলসহ সব ধরনের নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)। বুধবার (১১ মে) সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনটি এ কর্মসূচি পালন করে।

পরে বিক্ষোভ থেকে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির অপসারণের দাবি জানান তারা।

এতে সভাপতিত্ব করেন পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড ডা. এম এ সামাদ। তিনি বলেন, বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ এই বাণিজ্যমন্ত্রীর দ্রুত অপসারণ চাই। সরকার নিজেই সিন্ডিকেট ব্যবসায়ীদের ও লুটপাটকারীদের কাছে আত্মসমর্পণ করেছে বা আঁতাত করেছে।

সরকারের উদ্দেশে তিনি বলেন, অবিলম্বে সব সিন্ডিকেট ব্যবসায়ী ও লুটপাটকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনুন। ভোজ্যতেলের দাম অযাচিতভাবে যে ৩৮ টাকা বাড়ানো হয়েছে, তা প্রত্যাহার করতে হবে।

তিনি বলেন, নিত্যপণ্যে আজ জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। অবিলম্বে পণ্যের দাম কমাতে হবে। এ অবস্থার সৃষ্টি হয়েছে সরকার ও তার দলের লুটপাটের কারণে।

এ ছাড়াও সর্বজনীন রেশনিং পদ্ধতি চালু করার জন্য সামাদ সরকারের কাছে জোর দাবি জানান।

তিনি আরও বলেন, সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে। তাই জনগণের ওপর নির্যাতন লুটপাট বাড়িয়ে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *