শ্রীলঙ্কার চেয়েও বর্তমান সরকারের অবস্থা খারাপ হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শ্রীলঙ্কা সরকারের লোকেরা সবাই নদীতে ঝাঁপিয়ে পড়েছে। এরা দেখবেন বঙ্গোপসাগরে ঝাঁপিয়ে পড়বে।
মঙ্গলবার (১০ মে) দুপুরে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, শ্রীলঙ্কার পরিস্থিতি থেকে এই সরকারের শিক্ষা নিয়ে লাভ হবে না। কারণ তারা শিক্ষা নিতে জানে না। তাহলে এই ১০ বছরে শিক্ষা নিতে পারতো।
‘সব আসনে ইভিএম’ প্রধানমন্ত্রী কীভাবে বলেন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এখানেই তো প্রমাণিত হচ্ছে যে, এ সরকার পুরোপুরিভাবে নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে জড়িত থাকে এবং নির্বাচন প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। না হলে প্রধানমন্ত্রী কীভাবে বলে তিনশ’ আসনে ইভিএমে নির্বাচন হবে। যেটার দায়িত্বটা হচ্ছে সম্পূর্ণ নির্বাচন কমিশনের। এ থেকে প্রমাণিত হয় যে, সরকার সচেতনভাবে অত্যন্ত পরিকল্পিতভাবে এদেশের নির্বাচন ব্যবস্থা অর্থাৎ গণতন্ত্রকে ধ্বংস করছে।
ইভিএম নিয়ে বিএনপির বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, ইভিএম নিয়ে তো ইলেকশন কমিশনই জবাব দিয়ে দিয়েছে। আমার তো বলার আর কিছু আছে বলে মনে হয় না।
নির্বাচনের বিষয়ে দলের অবস্থান পুনর্ব্যক্ত করে মির্জা ফখরুল বলেন, ’আমরা খুব স্পষ্টভাবে বলেছি যে বর্তমান অবৈধ হাসিনা সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না। এর মধ্যে এতটুকু ফাঁক-ফোকর কিচ্ছু নাই। এ সরকারকে যেতে হবে, ক্ষমতা হস্তান্তর করতে হবে নিরপেক্ষ সরকারের হাতে এবং নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করার পরে, তবেই শুধুমাত্র একটা নিরপেক্ষ নির্বাচন হওয়ার সুযোগ তৈরি হবে, পরিবেশ তৈরি হবে।’
আন্দোলন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আপনারা তো দেখছেন আন্দোলন কিন্তু এটা আন্দোলন না। আপনারা কী বোঝেন জানি না। আমরা যারা আন্দোলন করি তারা বুঝি যে, আন্দোলন মানে জনগণকে নিয়ে নাড়াচাড়া করা, জনগণকে সঙ্গে নিয়ে আসা। আমাদের প্রত্যেকটি প্রোগ্রাম আন্দোলনের প্রোগ্রাম।
সয়াবিন তেলের মূল্য বৃদ্ধিতে কোনো প্রতিবাদ কর্মসূচি হবে কি না জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সারা দেশে আমরা দেড় মাস আন্দোলন করেছি। এ দফাতে আমরা আন্দোলন করেছি। আমাদের তো দফা একটা না, অনেকগুলো।
তিনি বলেন, আমরা রাজনৈতিক দল, আমাদের রাজনীতির মূল্য লক্ষ্য হচ্ছে দেশের রাজনীতিকে ঠিক করা। এটা ঠিক হলে তেলের দামও ঠিক হয়ে যাবে, সরকার পরিবর্তন হলে তেলের দামও ঠিক পর্যায় আসবে।
এছাড়া সম্মেলনে খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করা হয়। সেই সঙ্গে অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে দেশে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার দাবিও জানান বিএনপি মহাসচিব।