মদ্যপান করে আইনশৃঙ্খলা মিটিংয়ে প্রবেশ করে উচ্ছৃঙ্খল ভাবে ও অশ্লীল ভাষায় বক্তব্য দেয়ার সময় কালকিনি উপজেলার গোপালপুর এলাকার ইউপি চেয়ারম্যান মীর নাসির উদ্দিনকে গণধোলাই দিয়েছে উপস্থিত সদস্যরা। রোব্বার সকালে অফিসার্স ক্লাবে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা সভায় এ ঘটনা ঘটে। তবে এলাকার এমপি আ.ফ.ম বাহাউদ্দিন নাছিমের হস্তক্ষেপে পরে পরিস্থিতি শান্ত হলেও পুনরায় সংঘর্ষের আশঙ্কায় ইউএনও মো. হেমায়েত উদ্দিন তাকে নিজ গাড়িযোগে বাড়িতে পৌঁছে দেন। বিষয়টি কালকিনির টক অব দ্যা টাউনে পরিণত হয়েছে।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মীর নাসির উদ্দিন বলেন, আমি উন্নয়নমূলক কাজের কথা বলার সময় হাতের মাইক্রোফোন টেবিলের ওপর রাখলে একটু জোড়ে শব্দ হয়। এতে কয়েকজন সদস্য উত্তেজিত হয়ে আমাকে মারপিট করে।
বিষয়টি নিয়ে ইউএনও মো. হেমায়েত উদ্দিন বলেন, যে ঘটনা ঘটেছে এলাকার এমপি মহোদয় তা সমাধান করে দিয়েছে।
উল্লেখ্য, ওই চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় একটি ২ লক্ষ টাকার মাছ ছিনতাইয়ের মামলা চলছে এবং গত সপ্তাহে ভিজিডির ১৩ বস্তা চাল কালোবাজারে বিক্রির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
বিষয়টি নিয়ে ইউএনও মো. হেমায়েত উদ্দিন বলেন, যে ঘটনা ঘটেছে এলাকার এমপি মহোদয় তা সমাধান করে দিয়েছে।
উল্লেখ্য, ওই চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় একটি ২ লক্ষ টাকার মাছ ছিনতাইয়ের মামলা চলছে এবং গত সপ্তাহে ভিজিডির ১৩ বস্তা চাল কালোবাজারে বিক্রির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।