গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩ মে) বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহত পাঁচ জনের নাম-পরিচয় জানা যায়নি। নিহত পাঁচ জনের মধ্যে দুই জন নারী ও তিনজন পুরুষ।
নিহত পাঁচজনের মধ্যে চার হলেন- কুড়িগ্রামের উলিপুর থানার সাদুল্লা হাজীপাড়া এলাকার মৃত. আলতাফ হোসেনের স্ত্রী রেনু বেগম (৫০), গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ সালনা এলাকার রমিজ উদ্দিনের ছেলে হোসেন (৪৫), জামালপুরের দেওয়ানগঞ্জ থানার সানন্দবাড়ী এলাকার সাথী বেগম (২১) ও তার স্বামী শফিক (২৮) এবং একজনের নাম-পরিচয় জানা যায়নি।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, এনা পরিবহনের একটি বাস টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। আর সফিপুর ফ্লাইওভারের পূর্ব পাশে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা সড়কের বাম দিকে যাচ্ছিল। এ সময় বাসের চাপায় অটোরিকশার এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা গুরুতর আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহত পাঁচজনের মধ্যে অটোরিকশার চালকও রয়েছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।