শ্রীপুর: গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নে জমি বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৪ জন গুরুতর আহত হয়েছে।
স্থানীয় সূত্র ও পুলিশের বরাত দিয়ে জানা যায় কাওরাইদ ইউনিয়নের নয়াপাড়া গ্রামে ইসমত আলী গং ও কুদ্দছ আলী গংদের মধ্যে দীর্ঘ দিন থেকে জমি
বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে ২০/০৩/২০১৫ ইং রোজ শুক্রবার সকাল আনুমানিক ৭ টার সময় পূর্ব পরিকল্পনা মাফিক ইসমত আলী (৪৬), শহিদ (৩৩), লোকমান মিয়া (৩০), নাজমুল (১৮) ও ওয়াজিবুল (১৭) দ্বয় কুদ্দছ আলী গংদের প্রধান কুদ্দছ আলী (৪৫), মোকসেদুল (২৫), ফুলবানু (৩৫) ও হামিদ (১১) কে এলোপাতারী ভাবে দেশীয় অস্ত্রদ্বারা আঘাত করে তারা পালিয়ে যায়।
পরে কুদ্দছ আলী গংদের আত্তচিৎকারে আশপাশের লোক এসে তাদেরকে আশংকা জনক অবস্থায় শ্রীপুর স্বাস্থ্যকপ্লেক্সে নিয়ে যান। এদের মধ্যে কুদ্দুছ আলী ছেলে সাদসান গার্মেন্ট্স শ্রমিক মোকসেদুল (২৫) কে আশংকা জনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এস আই) আঃ মজিদ জানান এব্যাপারে আঃ কুদ্দছ আলী বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেছে।