ইসমাঈল হোসেন, গাজীপুরঃ বাংলাদেশের সর্ববৃহৎ সিটি কর্পোরেশন গাজীপুর সিটি । শিল্প অধ্যুষিত গাজীপুর সিটিতে যানজটে নগরবাসীর ভোগান্তির শেষ নেই।
গত কিছুদিন যাবৎ নগরীর বেশ কয়েকটি সড়কে তাকওয়া পরিবহন নামে পাঁচ শতাধিক মিনিবাস চলাচল করায় যানজটে নাকাল নগরবাসী। নগরীর জয়দেবপু রেলগেইট, শিববাড়ী, চৌরাস্তা, কোনাবাড়ী, শফিপুর সহ বিভিন্ন জায়গায় ঘন্টার পর ঘন্টা দীর্ঘ যানজট লেগেই থাকে। এই তাকওয়া পরিবহনের বেশিরভাগ চালক অদক্ষ মর্মে অভিযোগ রয়েছে। প্রায়শ ঘটছে দূর্ঘটনা। ইতোমধ্যে বেশ কয়েকটি দূর্ঘটনায় একাধিক পথচারী মৃত্যুবরণ করেছেন।
তাকওয়া পরিবহণ বন্ধের দাবিতে চলতি মাসে রাস্তা অবরোধ করেছে সাধারণ শিক্ষার্থী। নগরবাসীর কেউ কেউ জানান, তাকওয়া পরিবহন বন্ধ হলে যানজট অনেকাংশে কমে যাবে।