বিদেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মিশনে রদবদলের কথা ভাবছে সরকার। মিশনগুলো হলো– ওয়াশিংটন, দিল্লি, ক্যানবেরা ও জেনেভা।
এসব মিশনে রদবদল আনতে এরই মধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। উচ্চ পর্যায়ের একটি কূটনৈতিক সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলামকে ঢাকায় ফিরিয়ে আনা হচ্ছে। আর দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহম্মদ ইমরানকে ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের প্রস্তুতি নেয়া হয়েছে। এর আগে মুহাম্মদ ইমরানের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরো তিন বছর বৃদ্ধি করা হয়েছে।
এদিকে জেনেভায় নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুস্তাফিজুর রহমানকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ করা হতে পারে। আর অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহম্মদ সুফিউর রহমানকে জেনেভা মিশনে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ দেয়া হতে পারে।