বাংলাদেশি অলরাউন্ডার সালমা খাতুন আইসিসির নারী ক্রিকেট বিশ্বকাপের সেরা একাদশে জায়গা করে নিয়েছেন। ২০২২ বিশ্বকাপের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়দের নিয়ে এই একাদশ সাজানো হয়েছে, যে দলের অধিনায়ক করা হয়েছে অস্ট্রেলিয়াকে এবার শিরোপা জেতানো ম্যাগ লেনিংকে।
টুর্নামেন্টসেরা অ্যালিসা হিলিসহ দলে জায়গা পেয়েছেন বিশ্বজয়ী অস্ট্রেলিয়ার চারজন, দক্ষিণ আফ্রিকার তিনজন, ইংল্যান্ড থেকে দুইজন ও ওয়েস্ট ইন্ডিজের একজন।
সুযোগ পাননি ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ডের কেউ। বাংলাদেশ থেকে একাদশে জায়গা পাওয়া একমাত্র প্রতিনিধি সালমা খাতুন। অফস্পিনিং এই অলরাউন্ডার টুর্নামেন্টে ১০ উইকেট শিকার করেছেন।
আইসিসির বিশ্বকাপ সেরা একাদশ
লরা উলভার্ট (দক্ষিণ আফ্রিকা)
অ্যালিসা হিলি (উইকেটরক্ষক) (অস্ট্রেলিয়া)
ম্যাগ লেনিং (অধিনায়ক) (অস্ট্রেলিয়া)
রেচেল হেনেস (অস্ট্রেলিয়া)
নেট স্কাইভার (ইংল্যান্ড)
বেথ মুনি (অস্ট্রেলিয়া)
হেইলে ম্যাথিউজ (ওয়েস্ট ইন্ডিজ)
মারিজান ক্যাপ (দক্ষিণ আফ্রিকা)
শপি এক্সলেসটন (ইংল্যান্ড)
শাবনিম ইসমাইল (দক্ষিণ আফ্রিকা)
সালমা খাতুন (বাংলাদেশ)
১২তম সদস্য : চার্লি ডিন (ইংল্যান্ড)