জনরোষের মুখে শ্রীলঙ্কার মন্ত্রীদের গণ-পদত্যাগ

Slider সারাবিশ্ব


তীব্র জনরোষের মুখে শ্রীলঙ্কার সকল মন্ত্রী একযোগে পদত্যাগ করেছেন। দ্বীপ দেশটির অর্থনৈতিক সঙ্কট তীব্র হওয়ার প্রেক্ষাপটে রোববার রাতে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে ও তার বড় ভাই মহিন্দা রাজাপাকসে ছাড়া সব মন্ত্রী পদত্যাগ করেছেন।

শিক্ষামন্ত্রী দিনেশ গুনাবর্ধনে সাংবাদিকদের বলেন, রোববার গভীর রাতে বৈঠকের সময় ২৬ মন্ত্রীর সবাই পদত্যাগ করেছেন।

তিনি বলেন, প্রেসিডেন্ট যাতে নতুন মন্ত্রিসভা গঠন করতে পারেন, সেজন্য সকল মন্ত্রী তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। দেশের ক্রমঅবনতিশীল অর্থনৈতিক সঙ্কটের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত হয় বলে তিনি জানান।

পদত্যাগকারী মন্ত্রীদের মধ্যে প্রভাবশালী রাজাপাকসে পরিবারের তিনজন সদস্যও রয়েছেন। এরা হলেন সর্বকনিষ্ঠ রাজপাকসে ভাই- অর্থমন্ত্রী বাসিল, জ্যেষ্ঠতম চমল- কৃষিমন্ত্রী এবং তাদের ভাতিজা নমল- ক্রীড়ামন্ত্রী।

শ্রীলঙ্কায় ভয়াবহ অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে দেশটিতে অস্থিরতা সৃষ্টি হয়েছে। কারফিউ ও জরুরি অবস্থা জারি করেও পরিস্থিতি সামাল দেয়া যাচ্ছে না। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে, প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপাকসেসহ রাজাপাকসে পরিবারের সকল সদস্যের পদত্যাগ দাবি করছে।

সূত্র : আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *