রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হবে আজ বৃহস্পতিবার। এতে ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার (গতবারও ভর্তি পরীক্ষায় অংশ নেন এমন শিক্ষার্থী) অংশ নেওয়ার সুযোগ থাকবে কি না এ বিষয়েও সিদ্ধান্ত আসতে পারে।
গতকাল বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম এ তথ্য জানান।
অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় সার্বিক বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সেকেন্ড টাইম থাকবে কি না, আলোচনার শেষে তা জানা যাবে।