কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

Slider জাতীয়

কক্সবাজারের উখিয়ায় পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন।
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

মঙ্গলবার (২২ মার্চ) রাত সাড়ে ১০ টার দিকে উখিয়ার কুতুপালংস্থ ট্রানজিট ক্যাম্প এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

এখনো হতাহতদের পরিচয় জানাতে পারেনি হাইওয়ে পুলিশ।

উখিয়াস্থ শাহপরীর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ শেফায়েতুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পিকআপটি উখিয়া থেকে বালুখালী ক্যাম্পের দিকে এবং অটোরিকশা সিএনজিটি কক্সবাজারের দিকে যাচ্ছিল। উখিয়াস্থ টিভি টাওয়ার সংলগ্ন কুতুপালংস্থ ট্রানজিট ক্যাম্প এলাকায় এই সংঘর্ষ হয়। পরে স্থানীয় হাইওয়ে পুলিশের সদস্যরা ৬ জনকে উদ্ধার করে নিকটস্থ এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক ৪ জনকে মৃত ঘোষণা করেন। বাকি ২ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শেফায়েতুল ইসলাম আরও জানান, নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় জনপ্রতিনিধি এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিচয় শনাক্তের কাজ চলছে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *