চলতি মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে কাল মঙ্গলবার ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আসরে এখন পর্যন্ত শুধু পাকিস্তানকে হারাতে পেরেছে নিগার সুলতানার দল। সর্বশেষ ম্যাচে উইন্ডিজের বিপক্ষে দুঃখজনক পরাজয় বরণ করতে হয়েছে। প্রতিপক্ষ হিসেবে ভারত আরো কঠিন।
২০১৮ সালের এশিয়া কাপে ভারতের বিপক্ষে দুইবার জিতেছিল বাংলাদেশের মেয়েরা। সেই অনুপ্রেরণা নিয়েই কাল সকাল ৭টা থেকে শুরু হতে যাওয়া ম্যাচে ঝাঁপিয়ে পড়তে চায় টাইগ্রেসরা।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা বলেন, ‘ভারতের বিপক্ষে আমাদের টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতাই বেশি। ওদের বিপক্ষে ভালো রেকর্ড আছে। ২০১৮ সালে এশিয়া কাপ জেতার পরে ওদের বিপক্ষে খেললে সব সময় অন্য রকম আমেজ বিরাজ করে। অনেক অভিজ্ঞ খেলোয়াড় আমাদের দলে আছে, যারা তাদের সঙ্গে খেলেছে। আর উইকেট সম্পর্কেও আমরা জানি। পাকিস্তানের বিপক্ষেও হ্যামিল্টনে খেলেছি। ‘
নিগার আরো বলেন, ‘উইকেট, কন্ডিশন সম্পর্কে আমাদের ধারণা আছে। আমাদের প্রস্তুতি যতটুকু নেওয়ার নিলাম। আজ বৃষ্টির জন্য অনুশীলন করতে পারিনি। কিন্তু ইনডোরে কিছুটা সময় আমরা পার করেছি। তা ছাড়া ওই উইকেটে ভালো খেলার অভিজ্ঞতা আছে। আশা করি, আমরা ভালো খেলব। আমরা ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই। আগামীকাল ভারতের বিপক্ষে ম্যাচ নিয়েই এখন চিন্তা করছি। অবশ্য ভারত এশিয়ার ভেতরে একটা বড় শক্তি। সব বিভাগ মিলিয়ে ভালো খেলার চেষ্টা করব। ‘