চট্টগ্রাম: গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৭১৯টি নমুনা পরীক্ষা করে ২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
বুধবার (১৬ মার্চ) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
এ দিন চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১৪টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ২ জন মহানগর ও হাটহাজারীর বাসিন্দা। এসময়ে মৃত্যুবরণ করেনি কেউ।
এখন পর্যন্ত করোনায় মোট মৃত্যুবরণ করেছে ১ হাজার ৩৬২ জন। এর মধ্যে ৭৩৪ জন মহানগর এবং ৬২৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। চট্টগ্রামে মোট ১ লাখ ২৬ হাজার ৬০০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
এদিকে নগরে নিয়মিত করোনা প্রতিরোধে টিকাদান কার্যক্রম চলছে। দ্বিতীয় ডোজ নেওয়ার ৪ মাস পর টিকার বুস্টার ডোজ নেওয়া যাবে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী।