ইউক্রেনের অলভিয়া বন্দরে ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজে রকেট হামলায় নিহত নাবিক মোহাম্মদ হাদিসুর রহমানের লাশ আজ সোমবার দুপুরে ঢাকায় পৌঁছেছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, হাদিসকে দাদা আতাহার হাওলাদার ও দাদি রোকেয়া হাওলাদারের কবরের পাশে দাফন করা হবে।
এর আগে দুপুর ১২টা ৫ মিনিটে হাদিসুরের লাশবাহী তার্কিশ এয়ারের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ঢাকায় অবস্থানরত হাদিসের ছোট ভাই গোলাম মাওলা প্রিন্স এ তথ্য জানিয়েছেন।
দুপুরে হাদিসের ছোট চাচা জসিম হাওলাদার জানান, আমরা সিদ্ধান্ত নিয়েছি হাদিসের দাদা-দাদির কবরের পাশে তাকে দাফন করা হবে।
এর আগে রোববার হাদিসুরের লাশ তুরস্ক এয়ারলাইন্সে ইস্তাম্বুল হয়ে দেশে আসার কথা থাকলেও রোমানিয়া থেকে ইস্তাম্বুল আসার পর প্রচণ্ড তুষার ঝড়ের কারণে বিমানটি সময় মত উড়তে পারেনি।
উল্লেখ্য, গত ২ মার্চ ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে থাকা ‘এমভি বাংলার সমৃদ্ধি’র তৃতীয় প্রকৌশলী হাদিসুর রহমান নিহত হন। পরিবারের দাবি ছিল, জীবিত না পেলেও অন্তত লাশটি তারা যেন পান। এরপরই হাদিসুরের লাশ ইউক্রেন থেকে উদ্ধার করে দেশে আনতে সরকারিভাবে উদ্যোগ নেয়া হয়।