ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীতে ইঞ্জিনের নৌকা ডুবিতে মারা গেছে এক যুবক। রোববার সকাল ১০ টার দিকে দমকল বাহিনীর সদস্যরা মেঘনা নদী থেকে তার লাশ উদ্ধার করে। তার পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সকাল ৭ টায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ লঞ্চঘাট এলাকায় এই ট্রলার ডুবির ঘটনাটি ঘটে। এরপর থেকে নিখোঁজ ছিলো ৫ জন যাত্রী। তাদের মধ্যে একজনের লাশ পাওয়া গেছে। যাত্রীরা জানায়, যাত্রীদের পাশাপাশি অতিরিক্ত মালামাল বহনের জন্য এই দুর্ঘটনাটি ঘটেছে ।
পুলিশ জানায়, সকালে ভৈরব থেকে ছেড়ে আসা তোতা মিয়ার ট্রলারটি আশুগঞ্জ লঞ্চঘাটে যাত্রাবিরতি শেষে কিশোরগঞ্জের অষ্টগ্রামের দিকে ছেড়ে যায়। লঞ্চঘাট থেকে কিছু দূরে যাওয়ার পর ট্রলারটি একপাশে বেঁকে গিয়ে ডুবে যায়। এতে যাত্রীরা হুড়াহুড়ি করে বের হয়ে আসে। কিন্তু ঘুমন্ত অবস্থায় থাকা ৪/৫ জন যাত্রী বের হয়ে আসতে পারেনি। আশুগঞ্জ ফায়ার সার্ভিস’র ষ্টেশন মাষ্টার মজিবুর রহমান জানান ডুবে যাওয়া ট্্রলারাট উদ্ধারের কাজ চলছে। ইতিমধ্যে আমরা একজনের লাশ উদ্ধার করেছি।