ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায় শৃঙ্খলা আনতে গেল বছর অভিন্ন দর বেঁধে দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
মোবাইল ইন্টারনেট এক রেট করার সিদ্ধান্ত
সারাদেশে ইউনিয়ন পর্যায়ে ৫০০ টাকায় ৫ এমবিপিএস গতির ইন্টারনেট সেবা দেয়ার নির্দেশনা দেয়া হয়। সেই অভিজ্ঞতার আলোকে এবার মোবাইল ইন্টারনেটে একরেট বেধে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে ব্রডব্যান্ড পলিসি নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিটিআরসির চেয়ারম্যান জানান, মোবাইল ইন্টারনেটের একরেট নির্ধারণ প্রক্রিয়া শেষ পর্যায়ে।
তিনি বলেন, বর্তমানে গ্রামীণফোনের গ্রাহকের চার জিবি ডাটা তিনদিন মেয়াদে কিনতে খরচ ৭৬ টাকা। একই মেয়াদে সমপরিমাণ ডাটা কিনতে বাংলালিংকের গ্রাহকের ব্যয় ৬৪ টাকা। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে কোন পার্ক থাকবেনা।
এদিকে মোবাইল ইন্টারনেটে দাম বেঁধে দেয়ার পাশাপাশি ফোরজি হ্যান্ডসেটের দাম কমানোর তাগিদ দেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী।