ঢাকা: দেশের সাতটি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্য প্রবাহ। এটি কিছুটা প্রশমিত হতে পারে আগামী দু’দিনে।
আর তাপমাত্রা বাড়বে আগামী পাঁচদিনে।
রোববার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।
আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানিয়েছেন, এই অবস্থায় সোমবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। আর শেষরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়বে।
পঞ্চগড়, কুড়িগ্রাম, রাজশাহী, পাবনা, যশোরে, কুষ্টিয়া এবং মৌলভীবাজার জেলা সমূহের উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। ঢাকায় উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় এ সময় বাতাসের গতিবেগ থাকবে ৬-১২ কি.মি.। আগামী দু’দিনে আবহাওয়ার সামান্যা পরিবর্তন হবে। বর্ধিত পাঁচদিনে তাপমাত্রা বাড়বে।
রোববার (১৩ ফেব্রুয়ারি) দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে, ২৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যথাক্রমে ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ও ১৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।