ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের ইন্সপেক্টর ও অভিনেতা ডি এ তায়েব পুলিশের চাকরি থেকে অবসর নিতে পিটিশন দাখিল করেছেন। গত জানুয়ারি মাসে তিনি এ বিষয়ে আবেদন জমা দিয়েছেন।
ডি এ তায়েব গণমাধ্যমকে জানান, ’আমি অভিনয়ের জন্য পুলিশের কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছি। অভিনয়ের ক্ষেত্রে আমার আরও ব্যস্ততা বেড়েছে। এ কারণে দু’দিক সামাল দিতে পারছি না। নিজেকে অভিনেতা হিসেবে দর্শকদের সামনে হাজির করতে চাই। এ কারণে দীর্ঘ ২৫ বছরের চাকরি শেষে অবসরে যাওয়ার আবেদন করেছি। কারও প্রতি মান অভিমান করে চাকরি ছাড়ছি না।’
ঢাকা মেট্রোপলিটনে পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) ফারুক হোসেন জানান, ‘ডি এ তায়েব ব্যক্তিগত কারণে জানুয়ারিতে স্বেচ্ছায় অবসরে যাওয়ার জন্য চিঠি দিয়েছেন। ’