বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা ৭২ ঘণ্টা হরতালের শুরুতে রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। রোববার সকালে রাজধানীতে তিনটি যাত্রীবাহী বাসে আগুন দেয়া হয়। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম জানিয়েছে, সকাল সোয়া ৯টার দিকে ফুলবাড়িয়া ফ্লাইওভারের নিচে নগর পরিবহনের দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। একই সময়ে রায়েরবাগে পুনম সিনেমা হলের পাশে বিআরটিসির একটি বাসে আগুন দেয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি
স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে জানান, রাজশাহীতে কাউন্টারে দাঁড়িয়ে থাকা হানিফ পরিবহনের দুটি গাড়িতে পেট্রোলবোমা মেরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় রিংকু নামে এক বিএনপিকর্মীকে পায়ে গুলি করে আটক করা হয়েছে বলে জানায় পুলিশ। ২০ দলীয় জোটের ডাকা দেশব্যাপী টানা ৭২ ঘণ্টার হরতাল শুরুতে রবিবার সকাল সোয়া ৬টার দিকে রাজশাহী শিরাইল বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।
লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, হরতালের আগের রাতে লক্ষ্মীপুরে ১৫টি গাড়ি ভাঙচুর করা হয়েছে। শনিবার রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার এলাকায় একটি পিকআপে অগ্নিসংযোগসহ ও ৮টি সিএনজি অটোরিক্সায় ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এছাড়া একই উপজেলার মিয়ার রাস্তার মাথায় দুইটি, ইসলাম মাকের্ট এলাকায় একটি ট্রাক ও দুইটি সিএনজি অটোরিকশা, চন্দ্রগঞ্জ বাজারে একটি সিএনজি, ভবানীগঞ্জ এলাকায় তিনটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।