ঢাকার দুই সিটি করপোরেশনে প্রার্থী হিসেবে ব্যবসায়ী আনিসুল হক ও সাবেক মেয়র পূত্র সাঈদ খোকনকে সমর্থন দেয়ার বিষয় চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সন্ধ্যায় এ দু’জনকে গণভবনে ডেকে নিয়ে নির্বাচনের প্রস্তুতি নেয়ার নির্দেশ দেন। ঢাকা উত্তরে মেয়র পদে লড়বেন আনিসুল হক। দক্ষিণে প্রার্থী হবেন সাঈদ খোকন। অন্যদিকে, সাবেক এমপি গোলাম মাওলা রনিও ঢাকা দক্ষিণে মেয়র পদে প্রার্থী হচ্ছেন। এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে বৈঠক প্রসঙ্গে রাতে সাঈদ খোকন জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গণভবনে গিয়েছিলেন তিনি। প্রধানমন্ত্রীই তাকে ডেকে পাঠান। তিনি বলেন, মেয়র প্রার্থী হিসেবে প্রধানমন্ত্রী কাজ করতে বলেছেন। আনিসুল হক জানান, নির্বাচনের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘ কথা হয়েছে। এর আগে মন্ত্রিসভার বৈঠকে আনিসুল হককে ঢাকা উত্তরের প্রার্থী করার আগ্রহ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। সাবেক মেয়র মোহাম্মদ হানিফ পুত্র সাঈদ খোকনের নামও আলোচনায় ছিল। সোমবার ডিসিসি নির্বাচনের ফাইলে প্রধানমন্ত্রী সম্মতি দেয়ায় নির্বাচনের অনুরোধ জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। এরপরই নির্বাচন প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। আগামী দুই সপ্তাহের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে বলে নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে।
ঢাকা দক্ষিণে মেয়র পদে প্রার্থী হচ্ছেন রনি
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হচ্ছেন আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। তিনি এরই মধ্যে মেয়র নির্বাচনের প্রস্তুতি শুরু করেছেন। তিনি বলেন, আমি মনে করি আমার প্রতি জনগনের সমর্থন রয়েছে। এ কারণে নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। গোলাম মাওলা রনি ২০০৮ সালে আওয়ামী লীগ থেকে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর নানা কারণে তিনি ব্যাপক আলোচিত ছিলেন। বিশেষ করে টেলিভিশন টক শো’তে দেয়া তার বক্তব্য আলোচনা-সমালোচনার ঝড় তুলেছিল। ৫ই জানুয়ারির সর্বশেষ সংসদ নির্বাচনে তিনি প্রার্থী ছিলেন না।