পিঠে লেখা ‘গণতন্ত্রের মুক্তি চাই’, বুকে লেখা ‘শেখ হাসিনার পদত্যাগ চাই’। বুকে-পিঠে এ স্লোগান লেখা দেলোয়ার হোসেন নূর গতকাল যখন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে যান, ঘড়িতে তখন দুপুর আড়াইটা। এ সময় তার হাতে ছিল ‘গণতন্ত্রের গান’ ও খালেদা জিয়ার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারসহ ১১ দফা লেখা দুটি হাতে লেখা ফেস্টুন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করে বক্তব্য দিতে থাকেন তিনি। এর কয়েক মিনিটের মধ্যেই আশপাশে অবস্থানরত পুলিশ সদস্যরা তাকে আটক করে গুলশান থানায় নিয়ে যান। দেলোয়ারের বাড়ি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর গ্রামে। পুলিশ তাকে আটক করে নিয়ে যাওয়ার সময় খালেদা জিয়ার কার্যালয়ের ভেতর থেকে প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবীর খান তাকে অভিনন্দন জানান। শায়রুল কবীর খান জানান, দেলোয়ার হোসেন নূরের বুকে-পিঠে স্লোগান লিখে প্রতিবাদ এবং দাবিগুলো খালেদা জিয়াকে জানানো হয়েছে। তিনি দেলোয়ার হোসেন নূরকে অভিনন্দন জানিয়েছেন। উল্লেখ্য, চলতি বছরের ৫ই জানুয়ারি বিএনপির নয়া পল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকেও একবার গ্রেপ্তার হয়েছিলেন দেলোয়ার। পরে ১৮ই জানুয়ারি জামিনে মুক্তি পান তিনি। এদিকে খালেদা জিয়ার কার্যালয়ের পরিবেশ ছিল অন্যান্য দিনের মতোই। গেটের সামনে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি ছিল সর্বক্ষণ। গেটের সামনে একটি টেবিলে দুটি রেজিস্ট্রার খাতা, ভিডিও ক্যামেরা ও স্টিলের ক্যামেরা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাদা পোশাকধারী কয়েক সদস্যকে বসে থাকতে দেখা গেছে।