বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে বগুড়া সিভিল সার্জন ডা. শফিউল আজম।
তিনি বলেন, মোট ৩১৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৪৩.৬ শতাংশ। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত হলো ২২ হাজার ২৭৬ জন।
‘রেড জোন’ ঘোষণা আর সংক্রমণের হার বাড়লেও স্বাস্থ্যবিধি মানছেন না জনসাধারণ। মাস্ক ছাড়াই রাস্তাঘাটে চলাফেরা করছেন সাধারণ মানুষ। দোকান পাঠে কেনাকাটার ক্ষেত্রেও স্বাস্থ্য বিধির বালাই নেই ক্রেতা-বিক্রেতাদের। জেলা প্রশাসনের নিয়মিত মোবাইল কোর্টেও সচেতন হচ্ছেন না জনসাধারণ। পরিস্থিতি সামাল দিতে আজ বৃহস্পতিবার বিকাল ৪টায় জরুরি সভারও আয়জন করে বগুড়া জেলা করোনা প্রতিরোধ কমিটি।
এর আগে গত বুধবার ৯৪ জন আক্রান্ত হয়েছে। ২৪ ঘণ্টা আগেও শনাক্তের হার ছিল ৩৯.৪৯ শতাংশ। এখনও পর্যন্ত বগুড়ায় মোট ৬৮৮ জনের মৃত্যু হয়েছে।