বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন দাবি করেছেন নভোথিয়েটার মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একদিনও আদালতে হাজিরা দেননি। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, আইন অনুযায়ী প্রত্যেকটা মামলা হলেই হাজিরা দিতে হবে। নভোথিয়েটার মামলা কোর্টে বিচারাধীন ছিল। কত বছর বিচারাধীন ছিল? চার বছর। প্রধানমন্ত্রী একদিন গেছেন সেই কোর্টে? একদিনও যান নাই।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে ল’ রিপোর্টাস ফোরাম কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এ তিনি একথা বলেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বেগম জিয়ার অন্যতম আইনজীবী। প্রেস ব্রিফিং এ তিনি অভিযোগ করেন, রাজনৈতিক গোলযোগের এই সময়ে সরকারকে সাহায্য করতেই দুর্নীতি দমন কমিশন জামিন বাতিলের আবেদন করেছে। খালেদা জিয়াকে আইনগত সহায়তা দিতে জ্যেষ্ঠ আইনজীবী টিএইচ খানের বাসায় বুধবার এক বৈঠকের সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই বাসা ঘেরাও করেছিল। আমরা যেন খালেদা জিয়াকে আইনগত সহায়তা করতে না পারি, এটা সম্ভবত সরকারের পক্ষ থেকে চাচ্ছে। এটা সভ্য সমাজে চিন্তাও করা যায় না। ব্যারিস্টার খোকন বলেন, আদালতে যেতে হবেই- বিষয়টি এমন নয়। সময় চাওয়ার আইনগত অধিকার সবারই আছে এবং আদালত চাইলে বিষয়টি বিবেচনা করতে পারে। তারেক রহমান বিদেশে অবস্থান করলেও আইনজীবীর মাধ্যমে হাজিরা দিয়ে আসছিলেন। তেমন কোনো আবেদন না করে খালেদা জিয়ার আদালতে অনুপস্থিতির বিষয়ে এক প্রশ্নের জবাবে ব্যারিস্টার খোকন বলেন, আমরা কেন দেব, বেগম খালেদা জিয়াতো দেশেই আছেন। তিনি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রীও ছিলেন। উনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। উনি বারবার নিম্ন আদালতে গিয়ে হাজির হয়েছেন।
এই বিভাগের সর্বাধিক পঠিত