হবিগঞ্জের বাহুবল উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থীর মিছিলে ছুরিকাঘাতে আল আমিন (২২) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনার পর এলাকা উত্তপ্ত হয়ে গেলে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে উপজেলার রাজাপুর বাজার এলাকায়। নিহত আল আমিন বাহুবল সদর ইউনিয়নের মিঠাপুর গ্রামের ছায়েদ আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, রাতে সদর ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান চেরম্যান মোঃ আজমল হোসেন চৌধুরীর ঘোড়া প্রতীকের সমর্থনে একটি মিছিল বের করা হয়। রাজপুর বাজার এলাকায় মিছিলের ভেতরে কে বা কারা আল আমিনের বুকে ছুরিকাঘাত করে। পরে তাকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাত ১১টায় হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) শৈলেন চাকমা বলেন, চেয়ারম্যান পদপ্রার্থী আজমল হোসেনের মিছিলের ভেতরে এ ঘটনা ঘটে। তবে নিহত ব্যক্তি কোন প্রার্থীর সমর্থক ছিলেন কি না তা এখনও নিশ্চিত নয়। সেখানে কোন সংঘর্ষের ঘটনা ঘটেনি, খুনের ঘটনাটি ঘটেছে চোরাগুপ্তাভাবে।