বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৯২ রানে হেরেছে বাংলাদেশ। আগের দুই ম্যাচে ১ জয় ও ১ ড্র নিয়ে আজ মেলবোর্নে লঙ্কানদের বিপক্ষে মাঠে নামে লাল-সবুজ বাহিনী। প্রথমে ব্যাটিং শেষে তিলকারতেœ দিলশান ও কুমারা সাঙ্গাকারার চমৎকার ব্যাটিংয়ে বাংলাদেশকে ৩৩৩ রানের টার্গেট দেয় শ্রীলঙ্কা। জবাবে ৪৬.৫ ওভারে ২৪০ রানে অলআউট হয় বাংলাদেশ। বড় টার্গেটে ব্যাটিংয়ে নেমে ১০০ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। তবে বাংলাদেশকে স্বপ্ন দেখাচ্ছিলেন সাকিব-মুশফিক। ষষ্ঠ উইকেটে তারা ৬৪ রানের জুটি গড়েন। ৪৬ রান করে আউট হন সাকিব। মুশফিক করেন ৩৬ রান। অভিজ্ঞ এ দুই ব্যাটসম্যান আউট হলে জয়ের স্বপ্ন ভেঙে যায় বাংলাদেশের। শেষদিকে সাব্বির রহমান ৫৩ রান করলে ২৪০ রানে থামে বাংলাদেশের ইনিংস। শ্রীলঙ্কার পক্ষে তিনটি উইকেট নেন লাসিথ মালিঙ্গা। এরআগে মেলবোর্নে আজ টস জিতে ব্যাটিং নেয় শ্রীলঙ্কা। দিলশান ও লাহিরু থিরিমান্নের ওপেনিং জুটি থেকে ১২২ রান পায় তারা। থিরিমান্নে ৫২ রান করে রুবেল হোসেনের বলে আউট হন। দ্বিতীয় উইকেটে ২১০ রানের অপরাজিত জুট গড়ে দলকে বড় সংগ্রহ এনে দেন দিলশান ও সাঙ্গাকারা। ১৪৬ বলে ১৬১ রানের চমৎকার ইনিংস খেলেন দিলশান। ২২ চারে এই রান করেন তিনি। আর ৭৬ বলে ১০৫ রানের ঝড়ো ইনিংস খেলেন সাঙ্গাকারা। ১ ছক্কা ও ১৩ চারে ইনিংসটি সাজান তিনি। এ সুবাদে নির্ধারিত ওভারে সংগ্রহ ১ উইকেটে ৩৩২ রানের পুুঁজি পায় শ্রীলঙ্ক