যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে নমুনা পরীক্ষায় তিনজনের শরীরে করোনাভাইরাসের নতুন ধরণ ওমিক্রন শনাক্ত হয়েছে। এদের মধ্যে দুইজন ভারতীয় ও একজন বাংলাদেশি নাগরিক।
বুধবার যবিপ্রবির জিনোম সেন্টারে বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক জিনোম সিকোয়েন্সের মাধ্যমে তিনটি নমুনায় এ ধরণটি শনাক্ত করেন।
যবিপ্রবির জিনোম সেন্টার থেকে জানানো হয়েছে, ভারতীয় দুই নাগরিকের মধ্যে একজন পুরুষ, যার বয়স ৩০ বছর। অন্যজন নারী, যার বয়স ৪১ বছর। এ দুজনের শরীরে করোনার কোন উপসর্গ নেই। এছাড়া যে বাংলাদেশি নাগরিকের শরীরে ওমিক্রম ধরা পড়েছে, তিনি ২৫ বছরের যুবক। তিনদিন ধরে তারা ঠাণ্ডা ও গলা ব্যাথার উপসর্গ রয়েছে।
উল্লেখ্য, করোনা সংক্রমণ শুরু হওয়ার পর যশোরাঞ্চলে যবিপ্রবিতেই প্রথম করোনা শনাক্তের কার্যক্রম শুরু হয়।
যবিপ্রবি উপাচার্য ড. আনোয়ার হোসেন বলেন, ওমিক্রন শনাক্ত হওয়া তিনজনের ডাটা টিজিআইএসএআইডি ডাটাবেজে জমা দেওয়া হয়েছে। যবিপ্রবিতে ওমিক্রন শনাক্তের এই প্রক্রিয়া অব্যাহত থাকবে।