শিগগির ট্রেনে অর্ধেক যাত্রী পরিবহনের সিদ্ধান্ত

Slider জাতীয়


করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ রোধে শিগগির ট্রেনে অর্ধেক যাত্রী পরিবহনের সিদ্ধান্ত আসতে পারে। আজ মঙ্গলবার রেল ভবনে একটি চুক্তি সইয়ের অনুষ্ঠানে এ কথা জানান রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

তিনি বলেন, ‘কবে থেকে ৫০ শতাংশ যাত্রী পরিবহন শুরু করবে তা এখনো সিদ্ধান্ত হয়নি। ১৩ জানুয়ারির অগ্রিম টিকিট বিক্রি হয়ে গেছে। ওইদিন থেকে ৫০ শতাংশ যাত্রী বহন করা সম্ভব হবে না। আমরা বিষয়টি নিয়ে বৈঠক করে শিগগির আপনাদের জানাব।’

পাবলিক প্রাইভেট পার্টনারশিপে বন্দর নগরীর চট্টগ্রাম স্টেশনের কাছে রেলওয়ের জমিতে শপিং মল, হোটেল কাম রেস্ট হাউস এবং অন্যান্য নির্মাণের জন্য বাংলাদেশ রেলওয়ে আজ একটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে। রেলওয়ের পক্ষে আহসান জাবের এবং এপিক প্রপার্টিজ লিমিটেডের পরিচালক আনোয়ার হোসেন এই চুক্তিতে সই করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *