জ্বালানির মূল্যবৃদ্ধি: কাজাখস্তানে বিক্ষোভে নিহত ১৬৪, আটক ৫৮০০

সারাবিশ্ব

জ্বালানির দাম বেড়েছে। এই ঘটনার জেরে ভয়াবহ বিক্ষোভ ছড়িয়ে পড়েছে মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে। আগুন জ্বলেছে দেশটির জায়গায় জায়গায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাল্টা গুলি চালিয়েছে পুলিশ। তাতে প্রাণ হারালেন অন্তত ১৬৪ জন।

কাজাখস্তানের জনসংখ্যা ১ কোটি ৯০ লাখ। গত এক সপ্তাহে প্রায় ৫ হাজার ৮০০ জনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে বিদেশিরাও রয়েছেন। মৃতদের ১০৩ জনই দেশের সব থেকে বড় শহর আলমাটির বাসিন্দা। এর আগে পুলিশ জানিয়েছিল, ২৬ জন সশস্ত্র অপরাধীকে পুলিশ গুলি করে হত্যা করে। ১৬ জন পুলিশ কর্মীও নিহত হয়েছেন বলে জানা গেছে। কিন্তু দাবি করা হচ্ছে মৃতের সংখ্যা অনেক বেশি।

কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম জোমার্ট টোকায়েভ পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেন। এরপরই বিবৃতি দিয়ে জানানো হয়েছে, কাজাখস্তানের বিক্ষোভ পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‌গত এক সপ্তাহের বিক্ষোভে দেশে ১৯ কোটি ৯০ লাখ টাকার সম্পত্তি নষ্ট হয়েছে। ১০০ এরও বেশি ব্যাংক এবং দোকানে লুট হয়েছে। ৪০০টি গাড়ি, বাস, ট্রাক পোড়ানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *